৭৪তম সাধারণতন্ত্র দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরি…
৭৪তম সাধারণতন্ত্র দিবস পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা।
জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো, প্যারেড এবং কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী এবং জেলা পুলিশ সুপার অমরনাথ কে।
এরপর ৭৪ টি বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে বড় সমস্যা হল বাল্যবিবাহ এবং নারী পাচার। বাল্যবিবাহ এবং নারী পাচার রূপে এদিন সাধারণতন্ত্রের মঞ্চ থেকে শপথ নিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
আগামী দিনে বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে সমাজের সবাইকে এগিয়ে আসার অনুরোধ রাখেন অতিরিক্ত জেলাশাসক স্বেতা আগারওয়াল।
অন্যান্য বারের সাধারণতন্ত্র দিবসে যেভাবে মানুষ ভিড় জমায় এবারে অনেকটাই ফাঁকা ছিল সরস্বতী পুজোর কারণে।