নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য রূপনারায়ণ নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে পাড়ি দিয়েছে পূর্ণার্থীরা।
তমলুক শহরে রয়েছে পুলিশের নজরদারি। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপ…
নীল পুজো উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য রূপনারায়ণ নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে পাড়ি দিয়েছে পূর্ণার্থীরা।
তমলুক শহরে রয়েছে পুলিশের নজরদারি। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা জল তুলতে তমলুকের রূপনারায়ণ নদীতে আসছে। সেইসব পূর্ণার্থীদের জল এবং বাতাসা দিচ্ছে তমলুক থানার পুলিশ।
নজরদারিতে রয়েছে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ, তমলুক থানার আইসি অরূপ বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে চলছে রমজান মাস, যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাখা হয়েছে মহিলা পুলিশ। দুজন করে মহিলা পুলিশ মোটরসাইকেল নিয়ে এলাকা ঘুরে দেখছেন।
সারারাত ধরে তমলুকের রূপনারায়ণ নদী থেকে জল তুলে বিভিন্ন শিব মন্দিরে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে পূর্ণার্থীরা।