Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার যানজট সমস্যার সমাধানে নাগরিক কনভেনশন

বাবলু বন্দ্যোপাধ্যায়।   পাঁশকুড়াপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিং এ যানজট এড়াতে রেললাইনের উপর দিয়ে লাইন বরাবর লেভেল ক্রসিং থেকে বালিডাংরি রেল পুল পর্যন্ত লিংক রোড তৈরি, লেভেল ক্রসিং  এ উড়ালপুল নির্মা…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   পাঁশকুড়া

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিং এ যানজট এড়াতে রেললাইনের উপর দিয়ে লাইন বরাবর লেভেল ক্রসিং থেকে বালিডাংরি রেল পুল পর্যন্ত লিংক রোড তৈরি, লেভেল ক্রসিং  এ উড়ালপুল নির্মাণের দাবিতে শুক্রবার নাগরিক প্রতিরোধ মঞ্চের পাঁশকুড়া শাখার উদ্যোগে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এক নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন নাগরিক প্রতিরোধ মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা শাখার আহ্বায়ক মধুসূদন বেরা, দেবদুলাল ঘোড়াই, তপন নায়ক, শেখ সৈয়দ, ফরিদা বিবি প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য পাঁশকুড়া স্টেশন বাজারে প্রবেশ করতে বাধা হল লেভেল ক্রসিং। যেখানে প্রায় এক ঘণ্টারও বেশি মানুষকে আটকে থাকতে হয়। যার উত্তর দিকে পাঁশকুড়া বনমালী কলেজ, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, অন্যদিকে বিখ্যাত সবজি মার্কেট ও রেল বুকিং কাউন্টার। নিত্যদিন ১ লাখ মানুষ যাতায়াত করেন তমলুক ঘাটাল মহকুমার এই রাস্তা দিয়ে।