নিজস্ব প্রতিবেদক, মেছেদা, পূর্ব মেদিনীপুর..... মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেছেদার ব্রাইট হাউস সভাগৃহে। রবিবার আয়োজিত এই সভায় সংগঠনের পতাকা উত্তোলন ও সম্পাদকীয় প্র…
নিজস্ব প্রতিবেদক, মেছেদা, পূর্ব মেদিনীপুর..... মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মেছেদার ব্রাইট হাউস সভাগৃহে। রবিবার আয়োজিত এই সভায় সংগঠনের পতাকা উত্তোলন ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক সুজন বেরা।চারাগাছে জল ঢেলে সভার উদ্বোধন করার পাশাপাশি শোক প্রস্তাব উত্থাপন ও সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য-সদস্যাবৃন্দ।আয় ব্যয়ের হিসাব পেশ করেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শুভ্রজ্যোতি মুখার্জি। সম্পাদকীয় প্রতিবেদনের উপর ১৫ জন সদস্য প্রতিনিধি বক্তব্য রাখেন। এদিন নতুন আট জন সদস্য সংগঠনের সদস্য পদ গ্রহণ করেন। নতুন সদস্যদের চারাগাছ ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সেরা সদস্য নির্বাচিত হন সংগঠনের সভাপতি রিংকু চক্রবর্তী। আজীবন সদস্য পদ গ্রহণ করেন জয়দেব মন্ডল।নতুন সদস্যরা হলেন,নিখিল বিন্দাই,সুজাতা সামন্ত দোলই,শৌভিক দাস,মৃত্যঞ্জয় সামন্ত,প্রদীপ চক্রবর্তী,মৃণাল চক্রবর্তী,নির্মলেন্দু বর্মণ, নবকুমার সাউ প্রমুখ। সভায় বিগত দিনের কাজের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কাজের পরিকল্পনা গৃহীত হয়।
সম্পাদকীয় প্রতিবেদন আলোচনার পর জবাবী বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক। সমাপ্তি ভাষণ দেন সংগঠনের সভাপতি। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সভা শেষ হয়। এদিনের সভা সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী ও অঞ্জন মন্ডল।