Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন প্লাস্টিক বর্জনের সংকল্প

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ দ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন প্লাস্টিক মুক্ত সচেতনতা পদযাত্রা কর্মসূচি পালন করা হল। বৃক্ষরোপণ করেন কমিটির সভাপতি গগেন রায়, প্রাক্তন আবহাওয়াবিদ অশোক হাজরা, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার পরিবেশ গোপাল সাহা প্রাক্তন অধ্যক্ষ তপন কুমার মন্ডল প্রমূখ। পরিবেশ সচেতনতা পদযাত্রায় শতাধিক ছাত্র যুবক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পদযাত্রা শেষ হয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে। 


সেখানে বক্তব্য রাখলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এইচওডি পরিবেশ পি ঘোড়াই, ডাক্তার বিশ্বনাথ পড়িয়া প্রমুখ। পদযাত্রা থেকে দাবি উঠে মেচেদা সংলগ্ন বাঁপুর নিকাশি খালে আবর্জনা ফেলা বন্ধ করে দ্রুত খাল সংস্কার করতে হবে। এলাকায় যত্রতত্র প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা ফেলা বন্ধ করে একটি ভ্যাট নির্মাণ করতে হবে। কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়েক জানান অতি সত্বর উপরোক্ত দাবিগুলি রূপায়িত না হলে কমিটি জনসাধারণকে যুক্ত করে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা বনদপ্তরের উদ্যোগেও আজকের দিনটি যথাযথভাবে পালন করা হয় জেলার বিভিন্ন রেঞ্জে।