বাবলু বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়াআগামী ১৪ই জুন আন্তর্জাতিক রক্তদান দিবস, প্রতিবছর বিভিন্ন সংস্থা এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। যার প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল। ঘটে যায় বালেশ্বরে কালান্তর …
বাবলু বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া
আগামী ১৪ই জুন আন্তর্জাতিক রক্তদান দিবস, প্রতিবছর বিভিন্ন সংস্থা এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। যার প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল। ঘটে যায় বালেশ্বরে কালান্তর ট্রেন দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। বহু সংখ্যক দুর্ঘটনা কবলিত গুরুতরভাবে জখম মানুষ উড়িষ্যা এবং বাংলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। অদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে কোলাঘাটের একটি সংস্থা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে একটি বাসযোগে ৩০ জনকে নিয়ে আলোচনা ক্রমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যান এবং রক্তদান করেন। সেই সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বার্তা পাঠান দুর্ঘটনা কবলিতদের রক্তের প্রয়োজন হলে এই রক্ত সংগ্রহ করতে পারেন। পাঁশকুড়া পিতপুরের এই সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিকেল ইনচার্জ ডাক্তার পারমিতা চ্যাটার্জি বলেন এমনিতেই প্রখর ও গ্রীষ্মের রক্তের যোগান কম , দুর্ঘটনা জনিত পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে এইরকম উদ্যোগ দরকার ছিল এবং আরো প্রয়োজন আছে। উদ্যোগী সংস্থার পক্ষে শুভঙ্কর ঘোষ জানান যেকোনো পরিস্থিতিতে আমরা এমন উদ্যোগ নিতে সব সময় তৈরি আছি। উল্লেখ করা যায় মেদিনীপুর কু্ইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সদস্যরাও হসপিটালে গিয়ে মুমূর্ষ রোগীর জন্য রক্তদান করে। প্রখর রৌদ্র কে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদানের উৎসাহ মানুষের উপস্থিতি এই সংকটময় সময়ে বিশেষ ভাবে নজর করেছে।