বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটবেশ কয়েক বছর আগে কোলাঘাটের জাতীয় সড়কের ধারে প্রবল ঝড়ে যাত্রী সেড উড়িয়ে দেয়। দিনের পর দিন কেটে যাওয়ার পরেও যাত্রী সেড তৈরি না হওয়ায় দূর দূরান্তের মানুষদের কোলাঘাট থেকে বিভিন্ন স্থানে যাওয়ার…
বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট
বেশ কয়েক বছর আগে কোলাঘাটের জাতীয় সড়কের ধারে প্রবল ঝড়ে যাত্রী সেড উড়িয়ে দেয়। দিনের পর দিন কেটে যাওয়ার পরেও যাত্রী সেড তৈরি না হওয়ায় দূর দূরান্তের মানুষদের কোলাঘাট থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয় । জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারংবার এ বিষয়ে আবেদন নিবেদন করার পরেও সেড তৈরি করার বিষয়ে এখনো পর্যন্ত তেমন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। যাত্রী সাধারণের কথা ভেবে কোলাঘাটের গ্রীন ট্রাভেলাস নামে এক সংস্থা বটবৃক্ষের চারা ওই স্থানে লাগিয়ে ছায়াদান করার উদ্যোগ নিল। দূরদূরান্তে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা সাধারণ নিত্যযাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়ে গ্রীষ্মকালীন সময়ে। রোদ উপেক্ষা করেই ওই স্থান থেকে দূর দূরান্তে যাওয়ার জন্য বাসে উঠে নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের মধ্যেও এই স্থানে যাত্রী সেড তৈরি করার জন্য অনেক সময় বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা কাঁথির এক নিত্যযাত্রীর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন সাধারণ মানুষের স্বার্থে এইখানে অবিলম্বে একটি যাত্রী সেড তৈরি করে দেওয়ার প্রয়োজন। কেন যে হয়নি তার কারণ অজানা। কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স সংস্থার পক্ষে কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য জানান কোলাঘাট বাসস্ট্যান্ডে যাত্রী সেড নেই, দিনের পর দিন রোদে নিত্যযাত্রীদের হয়রানি শেষ ছিল না। বটবৃক্ষ লাগানোর মধ্য দিয়ে আগামী দিনে এই ছায়াতেই নিত্যযাত্রীরা সাময়িক স্বস্তি উপভোগ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে।