Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রততিবাদে এবিটিএ, এবিপিটিএ-এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

.
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.....নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে দশম পঞ্চায়েত নির্বাচনে লাগাম ছাড়া সন্ত্রাস, খুন ,বেনিয়ম, ভোট লুট এবং ভোট কর্মী…

 .


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.....নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে দশম পঞ্চায়েত নির্বাচনে লাগাম ছাড়া সন্ত্রাস, খুন ,বেনিয়ম, ভোট লুট এবং ভোট কর্মীদের উপর কাপুরুষোচিত আক্রমণ, অসম্মানিত করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার  প্রতিবাদে এবং মঙ্গলবার নিরপেক্ষ ভাবে ভোট গণনা ও কাজে নিযুক্ত ভোটকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে সোমবার বিকেলে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন বার্জটাউনের এবিপিটিএ অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল গান্ধী মোড়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রভাস ভট্টাচার্য,কিরণ প্রামাণিক প্রমুখ শিক্ষক নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন শ্যামল ঘোষ, প্রীতিকণা গোস্বামী, সুরেশ পড়িয়া প্রমুখ শিক্ষক নেতৃত্ব।