বাবলু বন্দোপাধ্যায়। পাঁশকুড়াপশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩ /২৪ সালের ট্যারিফ অনুযায়ী বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধি ঘটেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ও স্মার্ট প্রিপেড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধে ব…
বাবলু বন্দোপাধ্যায়। পাঁশকুড়া
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩ /২৪ সালের ট্যারিফ অনুযায়ী বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধি ঘটেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ও স্মার্ট প্রিপেড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধে বৃহস্পতিবার বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৌরাঙ্গপুর কাস্টমার সেন্টারে চার্জ বৃদ্ধির প্রতিলিপি পুরানো হল সেই সঙ্গে বিক্ষোভ সংগঠিত হল। দপ্তরের গৌরাঙ্গপুর কাস্টম কেয়ার সেন্টার এর জুনিয়র ইঞ্জিনিয়ার পলাশ মাজিকে ডেপুটেশন দেয় গ্রাহকরা। কমিটির নেতা নারায়ণচন্দ্র নায়েক, অমলেন্দু অধিকারী ও সুদর্শন সামন্ত উপস্থিত ছিলেন। সার্কুলারে অগ্নিসংযোগ করেন সুকুমার মাইতি। জুনিয়ার ইঞ্জিনিয়ার দাবি গুলির যৌগিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।