🌹রাসলীলা 🌹কলমে, মিঠু ভট্টাচাৰ্যকার্তিক পূর্ণিমা তিথি মঙ্গলময় দিন ভবে,রাসলীলা, নানক পূর্ণিমা দীপ উৎসব হবে।পবিত্র নদীতে স্নানে ভয় হিংসা ক্রোধ বিসর্জন,দেবে দিওয়ালি ত্রিপুরী পূর্ণিমা আলোক প্রজ্জলন।এই রাতে মর্ত্যএ আসেন দেবদেবী যত,নদ…
🌹রাসলীলা 🌹
কলমে, মিঠু ভট্টাচাৰ্য
কার্তিক পূর্ণিমা তিথি মঙ্গলময় দিন ভবে,
রাসলীলা, নানক পূর্ণিমা দীপ উৎসব হবে।
পবিত্র নদীতে স্নানে ভয় হিংসা ক্রোধ বিসর্জন,
দেবে দিওয়ালি ত্রিপুরী পূর্ণিমা আলোক প্রজ্জলন।
এই রাতে মর্ত্যএ আসেন দেবদেবী যত,
নদীতে করেন অবস্থান, ভক্ত যেথায় রত। 🙏
মহিমা অপার এই তিথিতে নৃত্যে রাসলীলা,
মদনমোহন সনে গোপীনি দের মহামিলন মেলা। ❤️
যমুনার কলতান, মায়া মধুর বাঁশির সুর,
রাসবিহারী রাস টি রচেন মায়াময় মধুর।🌹
অপার্থিব প্রেম টি যে এ, জাগতিক তা নয়,
ঈশ্বরের সহিত মিলন রাসলীলায় হয়। 💞
সার নির্যাস আনন্দ হ্লাদ ব্রহ্ম অমৃত,
ধ্বনি শব্দ বাক্য ক্রীড়া আনন্দঘন রাস তত্ত্ব। 🙏
হল্লিবক নৃত্য তালে গোপিনীদের সুরেলা নুপুর,
মথুরা বৃন্দাবন ব্রজে রাসলীলা সুমধুর।
মৎস্য অবতারের আগমন এদিন ভাগবতে কথিত,
বৃন্দাবন নবদ্বীপ শান্তিপুর ভঙ্গরাসের প্রতিত। 💞
পরমতত্ত্বর মিলন এযে গোবিন্দ দুর্বাদল শ্যাম,
পূর্ণিমা রাতি মদনে মাতি প্রেমভক্তি সহ চিৎ চরণে প্রণাম। 🙏🙏🙏🙏
হরি হরি রাধে রাধে
🙏🙏🙏🙏🙏