Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় উচ্চাঙ্গ সংগীতের আসর

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়। উপস্থিত সংগীত জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনা জানান সুকুমার মাইতি…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করা হয়। উপস্থিত সংগীত জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনা জানান সুকুমার মাইতি ,গনেন রায়, বিশ্বনাথ পড়িয়া । সেতার বাদক দেবজ্যোতি গুপ্ত, খেয়াল ওস্তাদ আরশাদ খান, তবলা উজ্জ্বল ভারতী, কত্থক নৃত্যে সোহিনী ঘোষ উপস্থিত উচ্চাঙ্গ সংগীত প্রেমী মানুষের আনন্দদান করে। উপস্থাপনা করেন কালি শংকর পাত্র, সুব্রত মাট্রা, ও উত্তম সাউ।