Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন রূপ প্রকাশিত হলো কুইজ ডট কম

নিজস্ব সংবাদদাতা.মেদিনীপুর..... মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কুইজ বিষয়ক পত্রিকা কুইজ ডট.কম আবার নতুন রূপে প্রকাশিত হলো। এবার প্রকাশিত হলো দেওয়াল পত্রিকার আদলে ফ্লেক্স ম্যাগাজিন হিসেবে। সম্প্রতি মেদিনীপুর …

 


নিজস্ব সংবাদদাতা.মেদিনীপুর..... মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কুইজ বিষয়ক পত্রিকা কুইজ ডট.কম আবার নতুন রূপে প্রকাশিত হলো। এবার প্রকাশিত হলো দেওয়াল পত্রিকার আদলে ফ্লেক্স ম্যাগাজিন হিসেবে। সম্প্রতি মেদিনীপুর শহর ও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে প্রকাশিত হলো কুইজ ডট কম। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে উভয় জায়গাতেই সংক্ষিপ্ত সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগে জনপ্রিয় কুইজ ডট কম প্রতি মাসে ট্যাবলয়েড ও পুস্তিকা আকারে প্রকাশিত হতো।

এদিন মেদিনীপুর কুইজ ডট প্রকাশ করেন 'শিক্ষারত্ন' দম্পতি গৌতম বোস ও আল্পনা দেবনাথ বোস। উপস্থিত ছিলেন অরিন্দম দাস, সুভাষ জানা, সুতপা বসু,সৌনক সাউ,শুভ্রাংশু শেখর সামন্ত মৃত্যুঞ্জয় সামন্ত,পায়েল পাল প্রমুখ।পাঁশকুড়াতে কুইজ ডট কম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা,কৃষ্ণপ্রসাদ ঘড়া, ভাস্করব্রত পতি, আলোক মাইতি, নিখিলেশ সামন্ত,সুকেশ মন্ডল,ডাঃ কাঞ্চন কুমার ভৌমিক,মানস কুমার দাস,অঞ্জন মন্ডল, মনোরঞ্জন মান্না সহ অন্যান্যরা।এই সংখ্যায় কলম ধরেছেন দাদাগিরি চ্যাম্পিয়ান দীপসুন্দর দিন্দা,প্রখ্যাত কুইজ মাস্টার তথা কুইজ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ড.মৌসম মজুমদার, কুইজ মাস্টার শীর্ষেন্দু ভট্টাচার্য, মৃণাল শাসমল, সৌগত কান্ডার,অরিন্দম দাস, সোমনাথ ঘোড়াই,সুভাষ জানা, শান্তনু ঘোষ, সুতপা বসু,অরুণ কুমার সাউ সহ অন্যান্যরা।এই সংখ্যার অতিথি নামাঙ্কন করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

কুইজ কেন্দ্রের সংগঠকরা জানান, কুইজ প্রেমী দের এবং জ্ঞান পিপাসু দের মনের খিদা মেটাবে কুইজ ডট কম।বিশেষ করে ছাত্র-ছাত্রীদের এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীরা উপকৃত হবে।