Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানীয় জলের দাবিতে পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির বিক্ষোভ

বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুকপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার পানীয় জলের সংকট দেখা দেওয়া এলাকার মানুষজনরা চরম সংকটের মধ্যে পড়েছে। শুক্রবার বস্তি উন্নয়ন কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসকের নিকট পানীয় জ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার পানীয় জলের সংকট দেখা দেওয়া এলাকার মানুষজনরা চরম সংকটের মধ্যে পড়েছে। শুক্রবার বস্তি উন্নয়ন কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসকের নিকট পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায়। কমিটির পক্ষ থেকে বলা হয় দ্রুত  জলের ব্যবস্থা না করলে লাগাতার আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। নারান্দা ওভারহেড ট্যাঙ্ক থেকে ১ ২ ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের জল সরোবর হয়। গত একমাস ধরে ওই ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে ওই ট্যাংক থেকে। পরিষেবা দ্রুত চালু করার জন্য পৌর প্রশাসকের কাছে আবেদন নিবেদন করে কোন কাজ না হওয়ায় দলবদ্ধ ভাবে বস্তি উন্নয়ন কমিটির ভুক্তভোগী মানুষরা পৌর প্রশাসকের কাছে বিক্ষোভ দেখায়। নেতৃত্ব দেন কমিটির সম্পাদক কার্তিক বর্মন, দীপঙ্কর মাইতি, স্নিগ্ধা মাঝি প্রমুখ নেতৃত্ব। যে ওয়ার্ডগুলিতে জল সংকট দেখা দিয়েছে বেশিরভাগ মানুষই চরম দারিদ্রতার মধ্যে দিন কাটায়।  তাদের দূরদূরান্ত থেকে জল আনতে হচ্ছে।  তীব্র দাবদহে পানীয় জলের সংকট দেখা দেওয়ার পৌর প্রশাসক সমাধান না করলে বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবে বলে জানতে পারা গেছে।  দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক।