🌹🌹 রথযাত্রা 🌹🌹কলমে মিঠু ভট্টাচাৰ্য 🙏🙏🙏🙏🙏আষাঢ় মাসের শুক্ল পক্ষে বাদল ঝরা পথে,জগন্নাথ চলেন মাসির বাড়ী ভাই বোনের সাথে।বলরামের তালোধ্বজ, সুভদ্রা র দর্পহরণ রথ,জগন্নাথ এর নন্দীঘোষ লোক লোকারণ্য পথ।রাজা গজপতি চলেন আগে সোনার ঝা…
🌹🌹 রথযাত্রা 🌹🌹
কলমে মিঠু ভট্টাচাৰ্য
🙏🙏🙏🙏🙏
আষাঢ় মাসের শুক্ল পক্ষে বাদল ঝরা পথে,
জগন্নাথ চলেন মাসির বাড়ী ভাই বোনের সাথে।
বলরামের তালোধ্বজ, সুভদ্রা র দর্পহরণ রথ,
জগন্নাথ এর নন্দীঘোষ লোক লোকারণ্য পথ।
রাজা গজপতি চলেন আগে সোনার ঝাড়ু হাতে,
চন্দন জল ছড়িয়ে পথ মার্জনা করেন সাথে।
ব্রহ্ম স্কন্দ পদ্মপুরানে আছে রথযাত্রার কথা,
ওডিশা বঙ্গ ঝাড়খন্ড বাংলাদেশে যথা।
মুঘল সময়ে রাজা মানসিং আর ময়ূরভঞ্জের রাজা,
করেছিলেন রথযাত্রা সঙ্গে নিয়ে প্রজা।
দারুব্রহ্ম জগন্নাথ রাম ও কৃষ্ণের মিলন,
দ্বারকা হতে মথুরা গমন এই প্রতীকী স্মরণ।
নিম কাঠের রথ টি হয় প্রতিবছর ভেঙে,
হিন্দু শাস্ত্রের পুনর্জন্ম এই বিধিটি মেনে।
মাসির বাড়ী গুন্ডিচা যাবেন তিন জন,
তার আগে স্নান যাত্রা অসুস্থ হন ভাই বোন।
মন্দির গৃহ বন্ধ আবার খুলবে রথের দিনে ,
পটল মাথায় শুয়ে থাকে তখন ভাই বোনে।
সর্বাগ্রে বলরাম মাঝে সুভদ্রা শেষে জগন্নাথ,
পতিত এর পতি অগতির গতি তিনি দেব নাথ।
শাক্ত বৈষ্ণব শৈব বৌদ্ধ সকলের এই রথযাত্রা,
শ্রীরামপুরের মাহেশ, ইস্কন এনে দেয় সেই মাত্রা।
পুরীধাম এ ভক্তগনে হয় জমায়েত,
রথযাত্রা সেথায় যেন বিশ্ব বন্দিত।
ভক্তে ছোটে রথের মেলায় নাগরদোলা পাঁপড় ভাজা,
খেলনা পুতুল মণিহারী কত রকম বাজা।
প্রণাম তোমায় দারুব্রহ্ম তুমি পরম পতি,
ভক্তরা রথের রশি ছুঁয়ে জানাই সে প্রণতি।
🙏🙏🙏🙏🙏🙏🙏