Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপারেশন বিজয় ( কার্গিল বিজয় দিবস )-,মিঠু ভট্টাচার্য

অপারেশন বিজয়( কার্গিল বিজয় দিবস )🙏🇮🇳🙏🇮🇳নেফা আর লাদাখে যে বীর সিপাহী প্রহরী,ভারতবাসী ভুলোনা তাদের, মোরা প্রত্যহ নমন করি।নিজের জান লুটায়ে তারা রাখে তিরঙ্গার মহিমা,গুলি বুলেটে ঝাঁঝরা হয়েও মস্তকে ভারতের গরিমা।তিরঙ্গা ওড়ে, হাওয়া…

 


অপারেশন বিজয়

( কার্গিল বিজয় দিবস )

🙏🇮🇳🙏🇮🇳

নেফা আর লাদাখে যে বীর সিপাহী প্রহরী,

ভারতবাসী ভুলোনা তাদের, মোরা প্রত্যহ নমন করি।

নিজের জান লুটায়ে তারা রাখে তিরঙ্গার মহিমা,

গুলি বুলেটে ঝাঁঝরা হয়েও মস্তকে ভারতের গরিমা।

তিরঙ্গা ওড়ে, হাওয়ায় নয়, বীর সিপাহীদের নিঃশ্বাসে,

কাশ্মীর ঘাঁটি হিমালয়ের প্রতিটি পাহাড়ের প্রশ্বাসে।

চুক্তি ভঙ্গ করে পাক অধিকার চায় LOC,

অপারেশন বিজয় গর্জে ওঠে, ঘুম নাই দেশ পরশী।

সাহসের সঙ্গে রক্ষা কার্গিল দিয়ে শত শত প্রাণ বলিদান,

ভারতের ইতিহাসে কার্গিল দিবস স্বর্ণাক্ষরে মহীয়ান।

টাইগার পয়েন্টে বিক্রম বাত্রা জ্বালায় অগ্নিশিখা,

রক্ত ঝড়া সংগ্রাম সে যে

স্বর্ণাক্ষরে লেখা।

গর্জে উঠে শের পুত্র, ইয়ে দিল মাঙ্গে মোর,

কার্গিলে ওড়ে তিরঙ্গা, অপারেশন বিজয় এর জোর।

পরম বীর চক্র পান, শহীদের মৃত্যু  কখনো হয়না,

২৬ শে জুলাই কার্গিল দিবস ভারতবাসী ভুলোনা।

সীমান্তলড়াই এ ঝড়েছে যত ভারত বাসির রক্ত,

শ্রদ্ধায় মাথা করেছি নত সকল দেশ ভক্ত।

গর্বিত মোরা দেশবাসী যেন দেখে অপারেশন বিজয়,

যুগে যুগে সম্মান করি মোরা, তিরঙ্গা অক্ষুন্ন রয়।

বিক্রম বাত্রা বলে ইয়ে দিল মাঙ্গে মোর,

সম্মান করি জবানদের করবো জীবন ভোর। 🇮🇳

OPERATION

V.. VICTORY OF

I.. INDIA

J... JOYFULLY. BY

A..ADMIRABLE.

Y.. YOUTH

🙏🙏🙏🙏🙏🙏

JAI HIND🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳