Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খারুই ২ বিজেপি চালিত গ্রাম পঞ্চায়েতের স্ব সহায়ক দলের মহিলারা আরজিকর কণ্ডের প্রতিবাদে পথে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপ্রায় কুড়ি দিন অতিক্রান্ত আর জি করের ঘটনা। প্রথম দিন থেকে যেমন প্রতিবাদের সুর সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে এখনো পর্যন্ত সেই প্রতিবাদ চলছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন থেকে শুরু করে প্রান্তি…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

প্রায় কুড়ি দিন অতিক্রান্ত আর জি করের ঘটনা। প্রথম দিন থেকে যেমন প্রতিবাদের সুর সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে এখনো পর্যন্ত সেই প্রতিবাদ চলছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে। ডাক্তার উকিল মাস্টার ছাত্র-ছাত্রীদের  পথে নামতে দেখা যাচ্ছে এই ঘটনার প্রতিবাদে। 

এবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বিজেপি চালিত খারুই ২ গ্রাম পঞ্চায়েতের অধীন স্বসহায়ক দলের মহিলা কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাল। শতাধিক মহিলা এই ঘটনার প্রতিবাদে উপস্থিত হয়েছিলেন বলে জানান ওই পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাহু গুছাইত। মিছিলে অংশ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত জানান এই প্রতিবাদ আগামী দিনেও চলবে যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করে। নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে এই ঘটনার দায় স্বীকার না করার জন্যই  ক্ষিপ্ত হচ্ছে গ্রাম বাংলার মানুষজন।