দেবাঞ্জন দাস: ভারতীয় নৌতরী আইএনএস তাশিল তার প্রথম সমুদ্র সফরে সেশেলস্-এর পোর্ট ভিক্টোরিয়ায় গিয়ে পৌঁছোয় এ মাসের ৭ তারিখে। জাহাজটিকে আন্তরিক ভাবে স্বাগত জানান সেশেলস্-এর ভারতীয় হাইকমিশনের কর্মী ও আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন ভা…
দেবাঞ্জন দাস: ভারতীয় নৌতরী আইএনএস তাশিল তার প্রথম সমুদ্র সফরে সেশেলস্-এর পোর্ট ভিক্টোরিয়ায় গিয়ে পৌঁছোয় এ মাসের ৭ তারিখে। জাহাজটিকে আন্তরিক ভাবে স্বাগত জানান সেশেলস্-এর ভারতীয় হাইকমিশনের কর্মী ও আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর পদস্থ কর্মী ও আধিকারিকরাও। নৌতরীর কম্যান্ডিং অফিসার ক্যাপ্টেন পিটার ভার্গিস, সেশেলস্-এর ভারতীয় হাইকমিশনার কার্তিক পান্ডে এবং সেশেলসের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মাইকেল রোসেটকে সাদর অভ্যর্থনা জানান। এই সময়ে নিশার-মিত্র টার্মিনালটিও সেখানে উপস্থাপিত হয়।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, সেশেলস্-এর সঙ্গে ভারতের এক ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছে বহু বছর ধরে। এর মূলে রয়েছে পারস্পরিক মৈত্রী, সমঝোতা ও সহযোগিতার এক নিবিড় বন্ধন। সেশেলস্-এর স্বাধীনতা লাভের পরে দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ১৯৭৬ সালে। ঐ বছরের ২৯ জুন সেশেলস্ স্বাধীনতা লাভ করে। ঐ সময় সেশেলস্-এর স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেয় ভারতীয় নৌতরী আইএনএস নীলগিরি।
আইএনএস তাশিল-এর মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের দুটি দেশের মধ্যে আরও নিবিড় ও শক্তিশালী এক সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।