Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় সনাতনী ধর্মের প্রচার ও প্রসারে হুগলি রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীর আত্মত্যাগের আহ্বান

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকত্যাগের আদর্শ, শুভ চেতনার বিকাশকে সামনে রেখে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম শুভ আবির্ভাব তিথি স্মরণে বক্তব্য দিতে এসেছিলেন মায়াল ইচ্ছাপুর রামকৃষ্ণ মঠ হুগলির স্বামী প্রাণময়ানন্দ। তিনি সনাতনী ধর্মের …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

ত্যাগের আদর্শ, শুভ চেতনার বিকাশকে সামনে রেখে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম শুভ আবির্ভাব তিথি স্মরণে বক্তব্য দিতে এসেছিলেন মায়াল ইচ্ছাপুর রামকৃষ্ণ মঠ হুগলির স্বামী প্রাণময়ানন্দ। তিনি সনাতনী ধর্মের প্রচার ও প্রসারের ক্ষেত্রে আত্মত্যাগের আহ্বান জানালেন উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের সামনে। শনি ও রবিবার দুদিন ধরে চলতে থাকা শহীদ মাতঙ্গিনী ব্লকের শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের শ্রীরামকৃষ্ণ, মা সারদা, এবং স্বামী বিবেকানন্দের জীবনচরিত আলোচনায় ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছিল। সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামীজি। শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সুকুমার মাইতি এক সাক্ষাৎকারে জানান এই দুদিনের অনুষ্ঠানে স্বামীজি ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক,শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, কলকাতার জানবাজারের জমিদার রানী রাসমণি পরিবারের অন্বেষা দাস এবং সুপ্রিয় বিশ্বাস, কেটিপিপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত, কেটিপিএস অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নৃপেন্দ্র কুমার রায় , বিশিষ্ট শিল্প বান্ধব সুকেশ মন্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। বক্তাদের বক্তব্যে উঠে এসেছে আত্ম অন্বেষণে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঘাত প্রতিঘাত থাকবে, অপূর্ণ জীবনের মূল্যায়ন নিজেকে তৈরি করতে হবে। ছাত্র-ছাত্রীদের মূল্যবোধের দিকগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সে ক্ষেত্রে মনীষীদের নানা বাক্য অতীতেও যেমন মানুষকে প্রেরণা দিয়েছে আজকের দিনেও তা কোন অংশে কম নয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে ছিলেন মুনমুন বেরা ও গোকুল চন্দ্র বেরা।