নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : নবাগত আইনজীবীদের মধ্যে আইনে বই আরও বেশি বেশি করে পড়ার উৎসাহ প্রদান করার লক্ষ্যে মেদিনীপুর বার এসোসিয়েশন পক্ষ থেকে আইনের কিছু নতুন বই তুলে দেওয়া হলো নতুন আইনজীবীদের হাতে।
বার এসোসিয়েশন সভাকক্ষে আয়…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : নবাগত আইনজীবীদের মধ্যে আইনে বই আরও বেশি বেশি করে পড়ার উৎসাহ প্রদান করার লক্ষ্যে মেদিনীপুর বার এসোসিয়েশন পক্ষ থেকে আইনের কিছু নতুন বই তুলে দেওয়া হলো নতুন আইনজীবীদের হাতে।
বার এসোসিয়েশন সভাকক্ষে আয়োজিত এই পুস্তক বিতরণী সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর বার এসোসিয়েশন সভাপতি অলক মন্ডল,
সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী, সিনিয়র আইনজীবী বাদল দাস,অনুপ মিশ্র, অঙ্কুর কর্মকার,কুশল মিশ্র,,
শর্মিষ্ঠা দাস, পরিতোষ ঘোষ, রবীন্দ্রনাথ সিং,প্রসূন চক্রবর্তী, শক্তিপদ দাস অধিকারী,
গৌতম মল্লিক, চন্ডীচরণ দাস মহাপাত্র, দেবাশীষ মাইতি, অরিন্দম নন্দ, নবদ্বীপ জানা, পৌলমী সেন ঘোষ প্রমুখ ।