Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক ডহরপুর হাইস্কুলে ছাত্রীদের যৌন হেনস্থার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানালো AIDSO

অরুণ কুমার সাউ, তমলুক: গত সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডহরপুর তপশিলি হাইস্কুলে ছাত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগ শোনা যায় ঐ স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওইদিনই স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের একাংশ এর বিরুদ্ধে…

 


অরুণ কুমার সাউ, তমলুক: গত সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডহরপুর তপশিলি হাইস্কুলে ছাত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগ শোনা যায় ঐ স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওইদিনই স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের একাংশ এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনার প্রতিবাদে সঠিক নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনর তমলুক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করে।

দোষীদের শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন' র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য গতকাল তমলুক থানায়ও একই দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক রেজাল্টের ৯৯ দিন পরেও এখনো পর্যন্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়ায় শুরু না হওয়ায় সারা রাজ্যের সঙ্গে এ জেলার তমলুক মানিকতলা মোড়ে এক বিক্ষোভ মিছিল বেরোয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা নিরুপমা বক্সি, জেলা সভাপতি শুভজিৎ অধিকারী, অনিরুদ্ধ মাইতি প্রমূখ।