১৪ ই আগস্ট ছিল "শশীকিরণ " সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষ্যে চন্ডীপুর থানার (পূর্ব মেদিনীপুর) অন্তর্গত বরোজ হাইস্কুলে আয়োজন করা হয়েছিল পরিবেশ বিষয়ক সচেতনতা শিবির। মূলতঃ ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান। প্রা…
১৪ ই আগস্ট ছিল "শশীকিরণ " সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষ্যে চন্ডীপুর থানার (পূর্ব মেদিনীপুর) অন্তর্গত বরোজ হাইস্কুলে আয়োজন করা হয়েছিল পরিবেশ বিষয়ক সচেতনতা শিবির। মূলতঃ ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান। প্রায় ৩০০ ছাত্রছাত্রী ও শিক্ষকদের সামনে পরিবেশ বিষয়ক সচেতনতা নিয়ে আলোচনা করেন জীববৈচিত্র্য সংরক্ষণ মঞ্চের সদস্যরা। শশীকিরণের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি পলাশ গাছের চারা তুলে দেন এই সংস্থার সদস্য অরিন্দম প্রধান।
চারাগাছটি অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের নির্ধারিত জায়গায় রোপণ করা হয়। জীববৈচিত্র্য মঞ্চের পক্ষ থেকে তিনটি উদ্ধার হওয়া কচ্ছপ বিদ্যালয়ের পুকুরে মুক্ত করা হয়। জীববৈচিত্র্য মঞ্চের অন্যতম সৈনিক শ্রী দেবগোপাল মন্ডলের পরিবেশ সংক্রান্ত আলোচনা ছাত্রছাত্রী ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে।
আগামী ১৭ ই আগস্ট রবিবার ওই বিদ্যালয়েই দ্বিতীয় পর্যায়ের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রোতা ও দর্শক হিসাবে উপস্থিত থাকবেন পাশাপাশি ৭ টি ক্লাবের প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা।
ডি জে সাউন্ডের বিরুদ্ধে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইল্যা। "সমাজ সেবার সুফল ও কুফল" নিয়ে বলবেন শ্রী ভোলানাথ পাল। এছাড়াও বাল্যবিবাহের বিরুদ্ধে পথনাটক অভিনীত হবে।