অরুণ কুমার সাউ, নন্দকুমার : বিশ্ব উষ্ণায়নের প্রকোপ থেকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় অধিক হারে বৃক্ষ রোপন করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে খঞ্চি ধনঞ্জয় বালিকা বিদ্যামন্দিরে বৃ…
অরুণ কুমার সাউ, নন্দকুমার : বিশ্ব উষ্ণায়নের প্রকোপ থেকে পরিবেশ ও জলবায়ু রক্ষায় অধিক হারে বৃক্ষ রোপন করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে খঞ্চি ধনঞ্জয় বালিকা বিদ্যামন্দিরে বৃক্ষরোপন কর্মসূচি ও চারা গাছ প্রদান করা হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলীনা মন্ডল সাহু ,কাকলি ভট্টাচার্য, তনুশ্রী দাস, মৈত্রেয়ী দিন্ডা ও অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রীদের গাছ লাগাতে উৎসাহী করা হয়।
সেই সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো স্লাইড প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন নন্দকুমার বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা। বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুও ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক দিক তুলে ধরে ছাত্রীদের সচেতন করা হয়।
এই অনুষ্ঠানের পরে, ছাত্রীদের হাতে ৫০ টি চারা তুলে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে বিভিন্ন ফল, ফুল ও ঔষধি গুণাবলী সমৃদ্ধ গাছ । ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও এই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাবে স্কুল, জানিয়েছেন প্রধান শিক্ষিকা।