অরুণ কুমার সাউ, ময়না: কৃষি আধিকারিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস এসোসিয়েশন (স্যাটসা SATSA ) এর পূর্ব মেদিনীপুর জেলা শাখা উদ্যোগে উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার পালনে কম্বল বিতরণ ও বৃক্…
অরুণ কুমার সাউ, ময়না: কৃষি আধিকারিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস এসোসিয়েশন (স্যাটসা SATSA ) এর পূর্ব মেদিনীপুর জেলা শাখা উদ্যোগে উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার পালনে কম্বল বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হলো।এদিন ময়নার রামকৃষায়ণ এ্যাসোসিয়েশনে আবাসিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।পাশাপাশি স্কুলের জায়গায় ফলবাগানের লক্ষ্যে বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয়।এদিন একাধিক কৃষি আধিকারিক উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে। পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর জেলা থেকে নতুন যোগদানকারী কৃষি আধিকারিকদের স্যাটসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সেক শাহজাহান আলি,জেলা পরিষদের বন ও ভূমিকর্মাধ্যক্ষ অভয়া দাস,কৃষিআধিকারিক সুমিত রায়,স্নেহাংশু নায়েক, আশিষ বক্সী সহ একাধিক বিশিষ্টজনেরা।