Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর জজ আদালতে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং ট্রেনিং

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... মেদিনীপুর জজ আদালতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং এর ট্রেনিং প্রোগ্রাম। এই কর্মসূচিতে মেদিনীপুর জজ আদালতের ল ক্লার্কগণ ও আইনজীবীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মাস্টার ট্রেন…

 


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... মেদিনীপুর জজ আদালতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং এর ট্রেনিং প্রোগ্রাম। এই কর্মসূচিতে মেদিনীপুর জজ আদালতের ল ক্লার্কগণ ও আইনজীবীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বাদল দাস, সিস্টেম এডমিনিস্ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সৌগত ভূঁইয়া।

এছাড়াও জেলা জজ আদালতের রেজিস্ট্রার ডলমা শেরপাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি এবং কলকাতা হাইকোর্টের মিলিত উদ্যোগ ও সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন হয়। আগামী দিনে যাতে পুরো সিস্টেম অনলাইনে ই-ফাইলিং এর মাধ্যমে করবার উদ্দেশ্যে এই ট্রেনিং প্রোগ্রাম।