নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর :.ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মানবসেবার এক অনন্য নজির স্থাপন করল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের উদ্যোগে আয়োজন করা রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সক…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর :.ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মানবসেবার এক অনন্য নজির স্থাপন করল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের উদ্যোগে আয়োজন করা রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সকাল থেকেই ভিড় জমে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই কর্মসূচিতে এলাকার মানুষ অংশগ্রহণ করেন উৎসাহের সঙ্গে। এদিনের শিবিরে ১১ জন মহিলা সহ মোট ১০০ জন রক্তদান করেন।
এছাড়া স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ৮৫৫ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, যারা রক্তচাপ, সুগার, চোখ, দাঁত ও ত্বকের পরীক্ষা করেন। প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহের ব্যবস্থা রাখা হয়। শিবির পরিচালনার সম্পূর্ণ সহযোগিতা প্রদান করে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল, গ্রাম পঞ্চায়েত প্রধান রওসনেরা খাতুন, সমাজসেবী হাসানুর জামান, রিয়াজুল হক, সামীম হাসান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আজিজ ওসমানি।
মুগবসান স্পোর্টিং ক্লাবের সভাপতি আফতাবুল হক বলেন, “সমাজের কল্যাণে এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাব। মানবসেবার চেতনায় যুব সমাজকে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”