Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝাড়গ্রাম জেলার সাঁকারাইল ব্লকের বহড়াদাঁড়ি নেতাজীক্লাবে রক্ত দিলেন ৩২৫ জন

নিজস্ব প্রতিবেদক,রোহিনী, ঝাড়গ্রাম ..... ঝাড়গ্রাম জেলার বহড়াদাঁড়ি নেতাজি ক্লাবের উদ্যোগে বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্তমান সময় কালের ঝাড়গ্রাম জেলার সর্ববৃহৎ রক্তদান উৎসব। উৎসবের মেজাজে এই রক্তদান শিবিরে ন…


 নিজস্ব প্রতিবেদক,রোহিনী, ঝাড়গ্রাম ..... ঝাড়গ্রাম জেলার বহড়াদাঁড়ি নেতাজি ক্লাবের উদ্যোগে বহড়াদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্তমান সময় কালের ঝাড়গ্রাম জেলার সর্ববৃহৎ রক্তদান উৎসব। উৎসবের মেজাজে এই রক্তদান শিবিরে নারী পুরুষ মিলে মোট ৩২৫ জন রক্তদাতা রক্ত দিলেন। যা একটি নতুন মাইলস্টোন তৈরি করলো ঝাড়গ্রামের রক্তদান আন্দোলনের ইতিহাসে।শিবিরে রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লাড সেন্টার ঝাড়গ্রাম, নায়াগ্রাম ও গোপীবল্লভপুর ব্লাড সেন্টার। এদিনের শিবিরের সদ্য আঠারো পেরানো প্রায় ৩০ জন নবীন রক্তদাতা এদিনের রক্তদান করেন।

শিবির ঘিরে মহিলা রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কৌশিক দে সভাপতি শুভঙ্কর পৈড়া সহ আশিস খুঁটিয়া, ডাঃ স্বপন পাল, মানস পৈড়্যা, তাপস দত্ত, রাজীব দত্ত, রাজেশ দত্ত ও ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা।রক্তদাতাদের উৎসাহ দিতে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমলকান্ত রাউৎ, বি.ডি.ও রোহন ঘোষ, কুলটিকরী হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সাঁকরাইল সাহিত্য পরিষদ থেকে প্রদীপ কুমার মাইতি, খগেন জানা, সর্ব্বেশ্বর মহাপাত্র, সমাজকর্মী বিশ্বজিৎ পাল সহ বিশিষ্টজনেরা। এদিন নেতাজী ক্লাবের পক্ষ থেকে দেড়শো বারের বেশি রক্তদান করা রক্তদাতা জয়ন্ত মুখার্জিকে সম্মানিত করা হয়।