Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বছরের শেষ দিনে ভিড় উপচে পড়লো পিঠা প্রেমিদের নবম পিঠা মেলাতে

রাকেশ সিংহদেব
 বছরের শেষ দিন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর কে বরণ করে নেবে সারা বিশ্ব। তার আগেই মেদিনীপুর বাসী এই কনকনে ঠান্ডায় মেতে উঠলো পিঠা মেলাতে। পিঠা প্রেমি আয়োজিত নবম তম পিঠা মেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার মেদিনীপুরে। ম…

 রাকেশ সিংহদেব
 বছরের শেষ দিন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর কে বরণ করে নেবে সারা বিশ্ব। তার আগেই মেদিনীপুর বাসী এই কনকনে ঠান্ডায় মেতে উঠলো পিঠা মেলাতে। পিঠা প্রেমি আয়োজিত নবম তম পিঠা মেলা অনুষ্ঠিত হলো মঙ্গলবার মেদিনীপুরে। মেদিনীপুর শহরের বার্জ টাউন দুর্গা মাঠে এদিন বিকাল থেকেই পিঠা প্রেমিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় কুড়িটির মতো স্টলে ছিল হরেক রকমের লোভনীয় পিঠে। কি ছিল না সেখানে?  পাটিসাপটা, সরুচাকলি, চুসি পিঠা, গোলাপ পিঠা, গুড় পিঠা, গড়গড়্যা, গোকুল পিঠা, মুগের ক্ষীর বড়া, দুধপুলি।


আয়োজক দের অন্যতম কর্ণধার কমলেশ নন্দ জানিয়েছেন, পিঠা প্রেমি দের কথা মাথায় রেখেই আমার এই পিঠা মেলার আয়োজন করেছি। মেলাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের উপস্থিতি এবং উৎসাহ ব্যাপক ছিল।  আগামী বছরেও এই দিনেই আবার এই মেলা আয়োজিত হবে।