Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবানপুরের চার্চে দুষ্কৃতিরা হামলায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

ভগবানপুরের চার্চে বিজেপির আর এস এস এর দুষ্কৃতিরা  হামলা চালানোর খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  শুভেন্দুকে বিষয়টি দেখা ও এলাকার মানুষের পাশে থাকার কথা বলার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার  স্থানীয় বিধায়ক…



ভগবানপুরের চার্চে বিজেপির আর এস এস এর দুষ্কৃতিরা  হামলা চালানোর খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  শুভেন্দুকে বিষয়টি দেখা ও এলাকার মানুষের পাশে থাকার কথা বলার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার  স্থানীয় বিধায়ক অর্ধেন্দু মাইতি, চন্ডিপুর বিধান সভার বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্যকে সাথে নিয়ে এলাকায় যান শুভেন্দু অধিকারী । এলাকার মানুষের সাথে কথা বলেন। এবং মুখ্যমন্ত্রীর পাঠানো অর্থ তুলে দেন। তিনি প্রশাসনকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার, ঘটনায় মোট ১৬ জন যুক্ত ছিলো, চারজন গ্রেপ্তার,  বাকি এগরোজনকে দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবিও করেন মন্ত্রী।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি গির্জাতে ভাঙচুর করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে । এই অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা বিজেপি ও আর এস এস এর লোকজন বলে অভিযোগ । পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির  কাঁথি এলাকার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, আমাদের বিরূদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে । আমরা কোন ধর্মীয় প্রতিষ্ঠানে  হামলা চালানোর বিরুদ্ধে ।
জানা গিয়েছে যে ভগবানপুর এলাকায় উত্তর শিবরামপুর গ্রামে গির্জায়  রবিবার বিশেষ প্রার্থনা চলছিল । সেই সময়ে  কুড়ি থেকে পঁচিশ জন 10 থেকে 12 টি মোটর সাইকেলে করে এসে হামলা চালায় । ভাঙচুর করে ও প্রার্থনার সময় মারধর করা হয় । এই গির্জার যাজক অনুপ ঘোষ জানিয়েছেন যে যারা হামলা চালায় তারা জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ভাঙচুর করে ও গির্জার বাইরে বোমাবাজি করে ।
এই ঘটনায় অবাক হয়ে পড়েন এলাকার লোকজন । তারা জানিয়েছেন যে অনেক দিন ধরে গির্জা রয়েছে ও তারাও  বড়দিনের সময় এই গির্জাতে  যান কিন্তু কোনও দিন এমন ঘটনা ঘটে নি ।
পুলিশ জানায় যে এই ঘটনায় তারা স্বপন বর্মন সহ তিন জনকে গ্রেফতার করেছে ।
যারা ধরা পড়ে তারা এলাকায় বিজেপি র সমর্থক বলে পরিচিত ।

উল্লেখ্য বছর কয়েক আগে নদিয়া জেলার তাহিরপুর এলাকায় গির্জায় এই ভাবে ভাঙচুর করা হয়েছিল ।