Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সামাজিক প্রেক্ষাপট এর উপর আলোচনা পাঁশকুড়ার হাউরে নেতাজির দেশপ্রেম নিয়ে

বাবলু বন্দ্যোপাধ্যায় ,   তমলুক: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউরে শহীদ মাতঙ্গিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ধামাইত স্বামীজি নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠি…

বাবলু বন্দ্যোপাধ্যায় ,   তমলুক: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউরে শহীদ মাতঙ্গিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ধামাইত স্বামীজি নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়. বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রভাত ফেরি ও মনীষীদের মূর্তিতে মাল্যদান  করেন ট্রাস্ট এর সম্পাদক বিশ্বনাথ বেরা.অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ট্রাস্টের কর্ণধার মধুসূদন বেরা, সুদর্শন বেরা ও স্বপন কুমার বেরা. ঐদিন কলেজের ভূমিদাত্রী স্বর্গীয় সুন্দরী বালা মহাশয়ের  আবক্ষ মূর্তির উন্মোচন করেন তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতি. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক কোপারেটিভ এগ্রিকালচার রুরাল ব্যাংকের চেয়ারম্যান অনুপ কুমার বেরা প্রমূখ. চার দিনব্যাপী এই উৎসবের বিভিন্ন দিনে নেতাজীর জীবনী তার দেশপ্রেম. আত্ম বলিদান সম্পর্কে আলোচনা করেন ধামায়েত শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: বুদ্ধদেব মাইতি, গান্ধারী গ্রুপ অফ ইনস্টিটিউশনের চেয়ারম্যান তপন বেরা, প্রতাপচন্দ্র কলেজ অফ এডুকেশনের সম্পাদক বিভাসচন্দ্র সাউ প্রমুখ. অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক- শিক্ষা কর্মী অভিভাবক ও গ্রামবাসী সহ কয়েক হাজার মানুষ  উপস্থিত ছিলেন। চারদিনব্যাপী উৎসবের শেষ দিনে স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা মূল্যবান আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবী সরস্বতী রায় শিক্ষিকা মনিবালা বেরা প্রমুখ।