Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের একটি গির্জাতে ভাঙচুর করে বোমাবাজির অভিযোগ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি গির্জাতে ভাঙচুর করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে । এই অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা বিজেপি ও আর এস এস এর লোকজন বলে অভিযোগ । পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তিন জনকে গ্রেফতার ক…


পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি গির্জাতে ভাঙচুর করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে । এই অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা বিজেপি ও আর এস এস এর লোকজন বলে অভিযোগ । পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির  কাঁথি এলাকার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, আমাদের বিরূদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে । আমরা কোন ধর্মীয় প্রতিষ্ঠানে  হামলা চালানোর বিরুদ্ধে ।
জানা গিয়েছে যে ভগবানপুর এলাকায় উত্তর শিবরামপুর গ্রামে গির্জায়  রবিবার বিশেষ প্রার্থনা চলছিল । সেই সময়ে  কুড়ি থেকে পঁচিশ জন 10 থেকে 12 টি মোটর সাইকেলে করে এসে হামলা চালায় । ভাঙচুর করে ও প্রার্থনার সময় মারধর করা হয় । এই গির্জার যাজক অনুপ ঘোষ জানিয়েছেন যে যারা হামলা চালায় তারা জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ভাঙচুর করে ও গির্জার বাইরে বোমাবাজি করে ।
এই ঘটনায় অবাক হয়ে পড়েন এলাকার লোকজন । তারা জানিয়েছেন যে অনেক দিন ধরে গির্জা রয়েছে ও তারাও  বড়দিনের সময় এই গির্জাতে  যান কিন্তু কোনও দিন এমন ঘটনা ঘটে নি ।
পুলিশ জানায় যে এই ঘটনায় তারা স্বপন বর্মন সহ তিন জনকে গ্রেফতার করেছে ।
যারা ধরা পড়ে তারা এলাকায় বিজেপি র সমর্থক বলে পরিচিত ।

উল্লেখ্য বছর কয়েক আগে নদিয়া জেলার তাহিরপুর এলাকায় গির্জায় এই ভাবে ভাঙচুর করা হয়েছিল ।