Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাগত নতুন বছর, টাকির পাড়ে পর্যটকদের ভীড়

নতুন বছরকে স্বাগত জানাতে অন্যান্য পর্যটন কেন্দ্রেগুলির মতো বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পৌরসভার টাকি পর্যটনকেন্দ্রেও পর্যটকদের ভীড়। 31 সে ডিসেম্বর সকাল থেকে পর্যটকদের ভীড়।  বাদ নেই রাজ্যের  পর্যটক থেকে ভ্রমণপিপাসু মানুষ।…


নতুন বছরকে স্বাগত জানাতে অন্যান্য পর্যটন কেন্দ্রেগুলির মতো বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পৌরসভার টাকি পর্যটনকেন্দ্রেও পর্যটকদের ভীড়। 31 সে ডিসেম্বর সকাল থেকে পর্যটকদের ভীড়।  বাদ নেই রাজ্যের  পর্যটক থেকে ভ্রমণপিপাসু মানুষ। তারাও প্রস্তুত  ভিড় জমাচ্ছে ইছামতি নদীর ধারে 2020 কে বরণ করার জন্য। বর্ষবরণে  মাতবে গোটা বিশ্ব।

এ দিকে দুই বাংলার মাঝে ইছামতি।দুই বাংলার মানুষের মিলনস্থল। ইছামতি নদীতে নৌকা বিহারে পর্যটক প্রেমীরা।আবার একদিকে মিনি সুন্দরবনের হেতাল গরান গেওয়া। বিভিন্ন প্রজাতির পাখির  কলকাকলি মুখর হয়ে ওঠে । তবে পর্যটক থেকে ব্যবসায়ীদের দাবি
গত বছরের তুলনায়  এ বছরে  এনআরসি ও ক্যাবের প্রভাব পড়েছে। অন্যদিকে টাকি বরাবর জেলা রাজ্য ভারত ছাড়িয়ে বিশ্বের দরবারে মানচিত্রে পর্যটন কেন্দ্র দখল করেছে। সবমিলিয়ে আজকের বছরের শেষ দিন মঙ্গলবার স্মরণ করে রাখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছে দুই বাংলার সীমান্ত লাগোয়া টাকিতে।  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের ঢল নেমেছে।

সব মিলিয়ে টাকি আজ  2019 এর  শেষদিনে সকাল থেকে নিজের ছন্দে। ভ্রমণ পিপাসু মানুষের ভিড়।বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় করছে। অন্যদিকে তৈরি হচ্ছে বর্ষবরণে জন্য।

এ দিকে টাকি পৌরসভা থেকে জানানো হয়েছে  সব রকম ভাবে সতর্কতাঃমুলক ব্যবস্থা  নেওয়া হয়েছে। বাইরের থেকে যেসব পর্যটকরা আসবে তাদের জন্য একদিকে যেমন পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ইছামতি নদীতে সীমান্তরক্ষী বাহিনীর টহল চলছে পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।