হাওড়া ক্রিমিন্যাল বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাবাংলা অ্যাডভোকেটস কাপ ২০২০ ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল হাওড়ার এল. আর. এস বাংলা একাডেমি মাঠে। গত ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি তিন দিনের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে পূর্ব মে…
হাওড়া ক্রিমিন্যাল বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাবাংলা অ্যাডভোকেটস কাপ ২০২০ ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল হাওড়ার এল. আর. এস বাংলা একাডেমি মাঠে। গত ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি তিন দিনের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে পূর্ব মেদিনীপুর ডিসটিক বার অ্যাসোসিয়েশন তমলুক।
এই প্রতিযোগিতায় ব্যারাকপুর, বসিরহাট, ঝারগ্রাম, কান্দি সহ ১৬টি বার অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতায় যোগদান করেছিল। 12 ই জানুয়ারি রবিবার ফাইন্যাল খেলায় হাওড়া বার অ্যাসোসিয়েশন কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন তমলুক। মঙ্গলবার তমলুক জেলা আদালত চত্বরে বিজয় মিছিল করেন আইনজীবীরা। বিজয়ী দলের আইনজীবী খেলোয়ারদের সম্বর্ধনা দেওয়া হয় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে।প্রত্যেক খেলোয়াড়দের সাথে সাথে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন তমলুক 121 বছরের ইতিহাসে এই প্রথম রাজ্যস্তরে কোন খেলায় চ্যাম্পিয়ন হলো।