Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌষ সংক্রান্তি উপলক্ষে দীঘা মোহনায় গঙ্গোৎসব

পৌষ সংক্রান্তি উপলক্ষে দীঘা ফিশারম্যান এন্ড সিস্টার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দীঘা মোহনায় শুরু হল গঙ্গোৎসব। সাত দিনব্যাপী গঙ্গোৎসবেরসূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এর সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। পুজো মণ্ডপে…


পৌষ সংক্রান্তি উপলক্ষে দীঘা ফিশারম্যান এন্ড সিস্টার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দীঘা মোহনায় শুরু হল গঙ্গোৎসব। সাত দিনব্যাপী গঙ্গোৎসবেরসূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এর সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি মহারাজ। পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী। উপস্থিত ছিলেন সভাপতি দেবব্রত দাস ও বিশিষ্টজনেরা।আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নানা অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে গঙ্গা উৎসব চলবে। উদ্বোধনের পরে শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্যজীবীদের মঙ্গলকামনায় গঙ্গারতি হয়।
ড্রেজিং এর অভাবে শংকরপুর মৎস্যবন্দর ট্রলার লঞ্চ ঢুকতে পারছে না। অন্য বন্দরে চলে যাচ্ছে। ফলে মরশুমের গোড়া থেকেই চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে শংকরপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে গঙ্গোৎসবে। প্রতিবছর গঙ্গা উৎসব উপলক্ষে নদীর ধরে চলে নানা অনুষ্ঠান। এ বছর তা কমিয়ে সাতদিন করা হয়েছে। আর্থিক মন্দা এবারে দীঘা মোহনায় গঙ্গোৎসবে প্রভাব পড়েছে তা বলাই যায়।