Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বি জে পি caa এর সমর্থনে "অভিনন্দন যাত্রা"

শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত এগরা বিধানসভার 'দীঘা মোড়" থেকে কলেজ মোড় হয়ে পোষ্ট অফিস পর্যন্ত CAA সমর্থনে "অভিনন্দন যাত্রা" অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার…


শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত এগরা বিধানসভার 'দীঘা মোড়" থেকে কলেজ মোড় হয়ে পোষ্ট অফিস পর্যন্ত CAA সমর্থনে "অভিনন্দন যাত্রা" অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ‍্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার ও মাননীয়া ভারতী ঘোষ,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী এবং জেলার সম্মানীয় নেতৃত্বগণ সহ জেলার অন্তর্গত বিভিন্ন মন্ডলের সভাপতি,কার্যকর্তা ও দলীয় সমর্থকবৃন্দ।
আজকের "অভিনন্দন যাত্রা"র সমাপ্তিস্থল পোষ্ট অফিসের সন্নিকটস্থ প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির রাজ‍্য নেতৃত্ব মাননীয় জয়প্রকাশবাবু বলেন বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব চালানোর পাশাপাশি মিথ‍্যাচারের কুহেলিকার আস্তরণের আবরণে সমাজকে ঢেকে রাখতে চাইছে।CAA কি এবং কোন কারণে? - সেই মূল বিষয়টিকে মিথ‍্যাচারের আবরণে ঢেকে রেখে,জনসাধারণকে ক্ষমতার অপপ্রয়োগ করে CAA সম্পর্কে ভুল বোঝাচ্ছে এবং অহেতুক মানুষকে আতঙ্কিত করে তুলছে‌।উদ্দেশ্য একটাই, রাজনৈতিক ফায়দা তোলা।যে মহান লক্ষ‍্যকে সামনে রেখে CAA  পাশ হয়েছে,সেই বিষয় সম্পর্কে মানুষকে অন্ধকারে রাখতে চাইছে।প্রশ্ন এখানেই, কেন এই মিথ‍্যাচার।উত্তরও কিন্তু একটাই কেবলমাত্র রাজনৈতিক ফায়দালাভ এবং ভোটব‍্যাঙ্কের নিকৃষ্ট রাজনীতি।জনসাধারণের কাছে CAA  বিষয়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন‍্য তিনি দলীয় সমস্ত নেতৃবৃন্দ এবং সমর্থকগণকে আহ্বান জানান।
জয়প্রকাশবাবুর বক্তব‍্যের অব‍্যবহিত পর বক্তব্য রাখতে গিয়ে রাজ‍্য নেতৃত্ব মাননীয়া ভারতী ঘোষ  সর্বপ্রথম CAA বিষয়ে ঐতিহাসিক সাফল‍্যলাভের জন‍্য কেন্দ্র সরকার এবং মাননীয় মোদীজী এবং মাননীয় অমিত শাহ'জীকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন।তিনি বলেন CAA কোন ভারতীয় নাগরিকেরই নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে না,এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ভোটব‍্যাঙ্কের রাজনীতি এবং অপপ্রচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।ভারতীয় জনতা পার্টি জনহীতকর কাজ বরাবর করে এসেছে এবং ভবিষ‍্যতেও করে যাবে,ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং লক্ষ্য হল সবার আগে দেশ এবং দেশের জনসাধারণের উন্নতি এবং হীতসাধন।অসহায় মানুষদের নাগরিকত্ব প্রদান করা CAA -এর প্রধান লক্ষ‍্য,এই মহান সংকল্পকে মিথ‍্যাচারের মোড়কে ঢেকে রাখা যাবেনা বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীদেবীর বক্তব‍্যের পর বক্তব্য রাখতে গিয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপবাবু বক্তব‍্যের শুরুতেই CAA  বিরোধীতায় ঘটে চলা হিসাশ্রয়ী আক্রমনে প্রত‍্যক্ষ‍ মদতদানের জন‍্য তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করেন।তিনি বলেন মানুষের জন‍্য কাজ না করে,মানুষের পাশে না থেকে, সমাজের ও দেশ এবং দশের উন্নতির কথা না ভেবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সন্ত্রাস ও বোম-বন্দুকের রাজনীতি করে চলেছে, সেই সঙ্গে CAA -এর বিরুদ্ধে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে আতঙ্কিত করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে চলেছে।মানুষ সেসব জেনে গেছে এবং বুঝেও গেছে,তাই ঐ মিথ‍্যাচারের নোংরা রাজনীতির জবাব মানুষই দেবে এর পাশাপাশি দলীয় কার্যকর্তা ও সমর্থকগণকে জনসাধারণের কাছে গিয়ে সুপরিস্ফূটভাবে CAA সম্পর্কিত সঠিক তথ‍্য জানানোর জন‍্য আহ্বান জানান।