সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সাতদিন ধরে রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। আজ ছিল সেই পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন। শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে তম…
সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সাতদিন ধরে রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। আজ ছিল সেই পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন। শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে তমলুকের রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে তমলুক শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল ক্যুইজ প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা। ছোট ছোট শিশুদের বিস্কুট দৌড়, জিলাপি দৌড় সহ একাধিক আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শেষ দিনের অনুষ্ঠানে জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির করা হয়। কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন সংক্রান্ত প্রশ্ন করা হয়।
অনুষ্ঠনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. এম. হাসান, ডিএসপি ট্রাফিক প্রদীপ মণ্ডল সহ একাধিক পুলিশ আধিকারিকরা। অন্য বিভাগের প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।