বাগদেবী সরস্বতী শুধুমাত্র বিদ্যার দেবী নন, তাঁর কৃপায় ঘটে শুভ চিন্তার উন্মেষ; এই বিশ্বাসের সাথে
প্রতি বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু তে সরস্বতী পুজো উপলক্ষে গোবরু গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে আয়ো…
বাগদেবী সরস্বতী শুধুমাত্র বিদ্যার দেবী নন, তাঁর কৃপায় ঘটে শুভ চিন্তার উন্মেষ; এই বিশ্বাসের সাথে
প্রতি বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু তে সরস্বতী পুজো উপলক্ষে গোবরু গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের।
এই শিবিরের উদ্বোধন করেন জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ গিরীশ চন্দ্র বেরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও সঞ্জয় মালাকার, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক শঙ্কর দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঊষা কুন্ডু প্রমুখ। বিশেষ উল্লেখ্য
এই রক্তদান শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।