জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং জেলা পরিষদ, আই ও সি এল, এবং রোমকো সিমেন্ট এর আর্থিক সহায়তায় পূর্ব মেদিনীপুর জেলার সকল চাইল্ড কেয়ার ইউনিটের আবাসিকদের নিয়ে একদিনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত …
জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং জেলা পরিষদ, আই ও সি এল, এবং রোমকো সিমেন্ট এর আর্থিক সহায়তায় পূর্ব মেদিনীপুর জেলার সকল চাইল্ড কেয়ার ইউনিটের আবাসিকদের নিয়ে একদিনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তমলুকের রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্সে। তৃতীয় বর্ষের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার সহ প্রশাসনিক আধিকারিকরা।
পূর্ব মেদিনীপুর জেলার ১৭টি আবাসনের ৩৭৬ জন প্রতিযোগী ৩৯ টি ইভেন্টে অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতাও হয়। সারা বছর হোমে থেকে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এই সব শিশু সুরক্ষা আবাসিকের ছেলেমেয়েরা। জেলার সমস্ত শিশু সুরক্ষা আবাসিকরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।