Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব উষ্ণায়ন নিয়ে সেমিনার করল তাম্রলিপ্ত মহা বিদ্যালয়

জাতীয় স্তরের সেমিনার হয়ে গেল পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে। বিষয় ছিল Sustainable development, its impact marginalised.
মানব উন্নয়নের লক্ষ্য সমূহ অর্জনের সংগঠন নীতি একই সঙ্গে প্রাকৃতিক ব্যবস্থা সমূহের প্রাকৃতিক স…


জাতীয় স্তরের সেমিনার হয়ে গেল পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে। বিষয় ছিল Sustainable development, its impact marginalised.
মানব উন্নয়নের লক্ষ্য সমূহ অর্জনের সংগঠন নীতি একই সঙ্গে প্রাকৃতিক ব্যবস্থা সমূহের প্রাকৃতিক সম্পদ সমূহ এবং বাস্তুসংস্থান সেবাসমূহ প্রদানের ক্ষমতা বজায় রাখা, যার উপর অর্থনীতি এবং সমাজ নির্ভরশীল।
সোমবার জাতীয় স্তরের সেমিনারে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী। এছাড়াও নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর অধ্যাপক ডঃ সুনীল কুমার দে, যাদবপুর ইনভারসিটির অধ্যাপক ডক্টর ভীম সেন টুডু, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী সহ বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপকরা।
দার্জিলিংয়ের হিল এরিয়ায় কিভাবে ধ্বস নামছে, তার কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক ডঃ সুনীল কুমার দে। বিশ্ব উষ্ণায়ন এর ওপরে ব্যাখ্যা করেন ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী। এদিন সেমিনারের শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।