https://youtu.be/3csruH1xpIQ
দিলীপের প্রতুত্তর দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নন্দীগ্রাম সীতা নন্দ কলেজ ময়দানে নন্দীগ্রাম ১ ও ২ন ব্লকের আদমি প্রকল্পে ২১ টি জল নিকাশি খাল সংস্কার ও তিনটি পুকুর খনন কাজের উদ্বোধ…
দিলীপের প্রতুত্তর দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নন্দীগ্রাম সীতা নন্দ কলেজ ময়দানে নন্দীগ্রাম ১ ও ২ন ব্লকের আদমি প্রকল্পে ২১ টি জল নিকাশি খাল সংস্কার ও তিনটি পুকুর খনন কাজের উদ্বোধন করেন । পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় অনুপ্রেরণায় মাননীয় পরিবহন জল সম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। এই দিন তিনি মেদনীপুরে সাংসদের নাম উল্লেখ না চ্যালেঞ্জ ছুড়ে বলেন আসন সংরক্ষণ ছাড়াই যেকোনো আসোনি লড়াই করার সাহস আমার আছে। তবে একটাই সত্য সেই আসনে উনাকে অর্থাৎ দিলীপ ঘোষ কে লড়াই করতে হবে। প্রসঙ্গত আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামে অভিনন্দন যাত্রা শুভেন্দুকে নন্দীগ্রাম ছেড়ে অন্য কোথাও টানানোর কথা বলেছিলেন দিলীপ ঘোষ তারই প্রত্যুত্তরে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।