Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রদ্ধায় স্মরণে কমরেড ক্ষিতি গোস্বামী

আজ পূর্ব মেদিনীপুর জেলা আর এস পি অফিসে ক্ষতি গোস্বামীর স্মরণসভা  অনুষ্ঠিত হয় । মোদি সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন জেলার নেতৃবৃন্দ।
মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে ধর্মনিরপক্ষ রাষ্ট্রের ভিত নাড়িয়ে…



আজ পূর্ব মেদিনীপুর জেলা আর এস পি অফিসে ক্ষতি গোস্বামীর স্মরণসভা  অনুষ্ঠিত হয় । মোদি সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন জেলার নেতৃবৃন্দ।
মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে ধর্মনিরপক্ষ রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিচ্ছে বি জে পি । দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে । এন আর সি, সি এ এ ও এন প আরের বিরুদ্ধে বক্তারা সোচ্চার হন । রাজ্য সরকার মুখে যাই বলুক কার্যত মোদি সরকারকেই মদত দিচ্ছে। সভায় সভাপতিত্ব করেন অমৃত মাইতি ।
বক্তব্য রাখেন সর্ব ভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য  নিরঞ্জন সিহি ,চিত্তরঞ্জন দাসঠাকুর, মানিক ভৌমিক, শক্তি রাউৎ ,ব্রহ্মময় নন্দ প্রমুখ।
গৌরবময় উপস্থিতি আর এস পির সাধারণ সম্পাদক কমরেড মনোজ ভট্টাচার্য । আর এস পি কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড পার্থসারথি দাশগুপ্তে।
আর এস পি জেলা সম্পাদক কমরেড অমৃত মাইতি।
সিপিআই (এম )জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিহি। সি পি আই এম জেলা সম্পদকমন্ডলীর সদস্য কমরেড নির্মল জানা। কংগ্রেসের জেলা সভাপতি মানিক ভৌমিক। সিপিআই কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড চিত্তরঞ্জন দাস ঠাকুর।
ফব জেলা কমিটির সদস্য শক্তিপদ রাউত । সোস্যলিস্ট পার্টির প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ।
,সভা সভাপতি অমৃত মাইতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এন আর সি নিয়ে সব নাটক। কেন্দ্রে মোদির সঙ্গে আঁতাত করে পশ্চিমবঙ্গে ধরনা দিচ্ছে। তিনি আর ও বলেন,
ধর্ম নিরেক্ষপ রাষ্ট্রে বিজেপি সন্ত্রাস তৈরি করছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে মোদি রাজ্য সফরে এলে মমতা - মোদি বৈঠক হয়। মোদিকে কালো পতাকা দেখিয়ে পড়ুয়ারা প্রতিবাদ দেখায়।  প্রতিবাদের ঝড় ওঠে সারা রাজ্য জুড়ে