Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের বেহাল অবস্থা

গত কয়েকদিন আগেই তিনদিনের জন্য কোলকাতায়  হয়েছে রাজ্য ক্রেতা সুরক্ষা মেলা। আর তার মাঝেই ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুর  জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের বেহাল অবস্থা। যা নিয়ে সরব হয়েছিলেন খোদ ক্রেতা সুরক্ষা মন্ত্রী।
তমলুকে জেলা ক্রেতা সুর…


গত কয়েকদিন আগেই তিনদিনের জন্য কোলকাতায়  হয়েছে রাজ্য ক্রেতা সুরক্ষা মেলা। আর তার মাঝেই ধরা পড়েছিল পূর্ব মেদিনীপুর  জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের বেহাল অবস্থা। যা নিয়ে সরব হয়েছিলেন খোদ ক্রেতা সুরক্ষা মন্ত্রী।
তমলুকে জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের যে ভাড়া বাড়িতে এখন অফিস চলছে সেটি একেবারে ভগ্নপ্রায় অবস্থা। বিল্ডিংয়ের ছাদের চাঙড় ক্রমশ খশে খশে পড়ছে। বর্ষাকালে ছাদ চুঁইয়ে জল পড়ার ফলে ভিজে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল। ফলে উপভোক্তাদের সহায়তা দেওয়া যাদের কাজ, সেই সমস্ত কর্মীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করে যেতে হচ্ছে।বিল্ডিংয়ের গায়ে গজিয়ে উঠেছে বটগাছ। গোটা এলাকায় ঝোপঝাড় আর বিষাক্ত পারথেনিয়ামে ভর্তী। এই অবস্থায় ক্রেতা সুরক্ষা দপ্তরের আলাদা বিল্ডিং করতে চেয়ে ১০কাঠা জমি চেয়ে জেলা প্রশাসনকে আবেদন করা হলেও তা পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন খোদ ক্রেতা সুরক্ষা মন্ত্রী।  গত ৬ই জানুয়ারি তমলুকে ক্রেতা সুরক্ষা মেলার উদবোধনে এসে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।  জেলা শাসক পার্থ ঘোষ অবশ্য জানিয়েছেন, নতুন জেলা শাসকদের দপ্তরের কাছে জমির ব্যাবস্থা করা হচ্ছে।