Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা গুচ্ছ

কবিতা গুচ্ছ
1)
যেভাবে বেঁচে আছি
---------+++---+-+++++

নতজানু হয়ে শিখর ছুঁয়েছি
পাহাড় কেটে বেঁধেছি ঘর
অস্ত্র ছেড়ে আমি মন্ত্র রচেছি
ব্যপ্তং যেন চরাচর।

জীবনের সাথে আপোষ করেছি
হিসেব মিলিয়েছে ক্ষমা
শত্রুর সাথে গলাগলি করে
পরেছি মৃত্যু…


কবিতা গুচ্ছ
1)
যেভাবে বেঁচে আছি
---------+++---+-+++++

নতজানু হয়ে শিখর ছুঁয়েছি
পাহাড় কেটে বেঁধেছি ঘর
অস্ত্র ছেড়ে আমি মন্ত্র রচেছি
ব্যপ্তং যেন চরাচর।

জীবনের সাথে আপোষ করেছি
হিসেব মিলিয়েছে ক্ষমা
শত্রুর সাথে গলাগলি করে
পরেছি মৃত্যুর পাজামা।
        -------------

2)
বিশ্বাস ভেঙে গেলে স্বপ্নেরও অপমৃত্যু ঘটে ।।
 

আমি আজন্ম মৃত্যুরই অপেক্ষা করেছি সুলেখা
তুমি এসে হাত মুছলে রোদ্দুরে,
আমার সারা শরীরে জড়িয়ে রেখেছি সংশয়
তুমি আসবে না জানি কাছে দূরে।

হৃদয়কাঠি দিয়ে তোমার অবহেলা মেপেছি
রাত্রি দিন বিসর্গ গেয়েছি প্রাণ খুলে,
অনিবার্য কারন বসত স্বপ্নে হাঁটা বারন, তাই
প্রকারান্তরে স্বপ্ন দেখাটাও গেছি ভুলে।

"""""""""""""""""""""""""""""""


3)
  দুর্যোধন হলেই ভালো হতো
  *************************

দরকার ফুরিয়ে গেছে তাই
সরিয়ে দিচ্ছ দূরে ঠেলে,
এমনিতেই আমি বড়ো বোকা
সময়ের আগে যেতাম চলে।

কথা তো সেটা নয় যা দেখতে পাচ্ছি
পুরো ব্যাপারটা আসলে মনের,
আড়ালে আবডালে যা চলছে চলুক
শুধু জানবে চোখ আছে দুর্যোধনের।

""""""""""""""""""""""

4)
"সম্পর্কগুলো দূরে থেকেও মিথ্যেবাদী হয়
কিছু সম্পর্ক কাছে এলে ভাঙার বেশী ভয়।
কিছু সম্পর্ক যেমন একান্তই মনে মনে ঘটে
অনেক সম্পর্ক তেমনই অবহেলায় গড়ে ওঠে।"
.......................


5) নিজের মত করে বেঁচে আছি
******------*********-****--

এভাবে তো বেঁচে থাকে পিঁপড়েরা
এভাবে বাঁচে মশা মাছিও,
যদি শোনো ভালো আছি হাসিখুশি
তাহলে ভালো নেই বুঝে নিও।
এর চেয়ে ভলোভাবে বাঁচা যায়
ঠিক যেভাবে বেঁচে আছি,
দূর থেকে যদি সুখী মনে হয়
একদিন জেনে যেও কতটা সুখে আছি!
------------------