Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মমতা মোদি বৈঠক

আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী  পশ্চিমবঙ্গ সফরে আসেন। বিভিন্ন কর্মসূচির সঙ্গে বেলুড়মঠে আজ তিনি রাত কাটাবেন। এ দিন রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২২ মিনিট চলে বৈঠক৷ বিকে…

আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী  পশ্চিমবঙ্গ সফরে আসেন। বিভিন্ন কর্মসূচির সঙ্গে বেলুড়মঠে আজ তিনি রাত কাটাবেন। এ দিন রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২২ মিনিট চলে বৈঠক৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ ।
 বৈঠক শেষে মমতা জানান, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি৷ একই সঙ্গে সিএএ ও এনআরসি নিয়েও মোদির কাছে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে৷'আমরা চাই সিসিএ এনআরসি প্রত্যাহার করুন।

এ দিন বৈঠক শেষে মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে৷ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমি আগেও দেখা করেছি৷ এটা সাংবিধানিক অধিকার৷ প্রধানমন্ত্রী আমার অতিথি একই সঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়েও মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মমতা৷ বলেন, 'কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ২৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি বাবদ আরও ৭ হাজার কোটি টাকা পাওনা৷ সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা৷'
এদিকে আজ মমতা মোদির বৈঠক নিয়ে বিরোধীরা কটাক্ষ করেন।
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন মমতার আসল চেহারা বেরিয়ে এসেছে ।আইএম নেতা মহম্মদ সেলিমের কথায়, 'সারদা, নারদা মামলা থেকে বাঁচার কৌশল মমতার এই বৈঠক৷'
সিএএ, এনআরসি নিয়ে যখন দেশ তোলপাড়, তখন মোদি ও মমতার বৈঠককে নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন।
 দিল্লিতে সিসিএ এনআরসি নিয়ে  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডাকে যাবেন না বলে আগেই  জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।