বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্র পূর্ব মেদিনীপুরে কাপাসবেড়্যা। আ্যাক্সিডেন্টে দুই বাইক আরোহীর একজন মৃত ও অন্য জন গুরুতর আহত হয় , তা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। উত্তেজিত জনতা ভাঙচুর করল প্রায় ৫ টি গাড়ি। পাশাপাশি ট্রাফিক পুলিশ…
বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে রনক্ষেত্র পূর্ব মেদিনীপুরে কাপাসবেড়্যা। আ্যাক্সিডেন্টে দুই বাইক আরোহীর একজন মৃত ও অন্য জন গুরুতর আহত হয় , তা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। উত্তেজিত জনতা ভাঙচুর করল প্রায় ৫ টি গাড়ি। পাশাপাশি ট্রাফিক পুলিশের সিগন্যাল ঘরটিতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা য়ায়, সেখ আব্দুল মজিদ( ৬৫)ও সিরাজুল খান (৪০) দুই প্রতিবেশী একটি বাইকে করে nh -41 এ wrong rote বাইকে করে যাচ্চিল। সেই সময় হলদিয়া গামী একটি লরি বাইকটিকে ধাক্কা মেরে চম্পট দেয়।ঘটনাস্থলে আব্দুল মজিদ মারা যায়।গুরতর জখম হয় সিরাজুল খান।এরপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি।প্রায় ২ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাপ নামানো হয়।