Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্ত্রী শুভেন্দু অধিকারীর এলাকায় মাটি চুরি

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেই অবাধে চুরি হয়ে যাচ্ছে মাটি। খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই চলছে এই কাজ। ঘটনা জানার পর মঙ্গলবার  নন্দীগ্রামের সভা থেকে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু ব…


পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেই অবাধে চুরি হয়ে যাচ্ছে মাটি। খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই চলছে এই কাজ। ঘটনা জানার পর মঙ্গলবার  নন্দীগ্রামের সভা থেকে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু বাবু। তারপরেও দেদারে চলছে মাটি চুরির কাজ। হিজলি টাইডেল ক্যানেলের ওপর বাঁধ দিয়ে রাস্তা তৈরী করে অবাধে ক্যানেলের দুইপারের মাটি চুরি। রাতের অন্ধকারে নয়, রীতিমত দিনেদুপুরে জেসিবি মেসিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর ও লরিতে করে চলছে ইঁটভাটায় পাচার। নন্দীগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির বয়াল ১ নং গ্রাম পঞ্চায়েতে দিনের বেলাতেই মাটি কেটে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রীর হুঁশিয়ারির পরেও প্রধান বলছেন যথারীতি নিয়ম ও আইন মেনেই এই কাজ করা হচ্ছে। অন্য দিকে বিজেপির অভিযোগ মন্ত্রীর নির্দেশকে না মেনেই কাটমানি খাওয়ার জন্য প্রধান এই সব কাজ করে চলছে। মাটি চুরির এই ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। এখন দেখার বিষয় স্থানীয় বিধায়ক তথা পরিবহণ মন্ত্রীর হুঁশিয়ারিকে না মেনে প্রধান কাজ চালিয়ে যান না বন্ধ করে দেন।