Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্ভয়া : ফাঁসি 22শে জানুয়ারী

দীর্ঘ টালবাহানার পর অবশেষে  কিছুটা স্বস্তি মিলল নির্ভয়ার পরিবারের।
আগামী ২২ জানুয়ারি নির্ভয়া ঘটনায় ৪ দোষী অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। জানা যায়,ওইদিন সকাল ৭টা…


দীর্ঘ টালবাহানার পর অবশেষে  কিছুটা স্বস্তি মিলল নির্ভয়ার পরিবারের।
আগামী ২২ জানুয়ারি নির্ভয়া ঘটনায় ৪ দোষী অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। জানা যায়,ওইদিন সকাল ৭টার ফাঁসি হবে। তার আগে আইনি সাহায্য নেওয়ার জন্য দোষীদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।
এই দিন ঘোষণা পর নির্ভয়ার মা জানিয়েছেন, “আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আবার ফিরবে। আমার মেয়েটা বিচার পাবে।”

উল্লেখ্য,গত ১৮ ডিসেম্বর নির্ভয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২০১৭ সালের রায়ে কোনও ভুল ছিল না। নতুন করে ভাবার কিছু নেই। মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখা হবে। দোষী অক্ষয় ঠাকুরের রিভিউ পিটিশনও খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। অক্ষয় ঠাকুরের পর আর এক দোষী পবন গুপ্তাও আদালতে আবেদন জানিয়েছিল। ২০১২ সালে সে নাবালক থাকায় সাজা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী হয়।

প্রসঙ্গত  ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী শহর দিল্লিতে গভীর রাতে ফাঁকা বাসে জোর করে তুলে নেওয়া হয় বছর কুড়ির এক তরুণীকে। মেডিক্যালের ওই ছাত্রীর উপর চলে অমানবিক অত্যাচার। নৃশংশতার সীমা পেরিয়ে পাঁচজন মিলে তরুণীকে গণধর্ষণ করে। এই দিন আদালত কক্ষের সামনে দেখা যায় এক মায়ের সন্তানের জন্য  প্রাণভিক্ষার আকুতির্, অন্য দিকে চোখের জল শুকিয়ে যাওয়া আর এক মায়ের দীর্ঘ অপেক্ষার পর কিছু টা স্বস্তির নিশ্বাস।