Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কথাশিল্পীও স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধুকে শ্রদ্ধা , মেচেদাতে

বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা উদয়নের পক্ষ থেকে বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা কে সামনে রেখে সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বাধীনতা সংগ্রাম…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা উদয়নের পক্ষ থেকে বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা কে সামনে রেখে সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে শ্রদ্ধা জানাল অনুষ্ঠানের শেষ দিন রবিবার। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রাজ্য যোগাসন প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । আলোচনা সভায় কথাশিল্পী ও স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধুর সামাজিক প্রেক্ষাপটে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সুব্রত গৌরী, দিলীপ মাইতি, শীতল মাইতি, সুকুমার মাইতি, সুকেশ মন্ডল, স্বাতী ভৌমিক, নির্মল মাইতি অনিল সামন্ত সহ এলাকার বিশিষ্টজনেরা।