দক্ষিণ২৪ পরগনা সুন্দর বনে কাঁকসা জঙ্গলে
বাঘের হামলা মৃত্যু একজনএর। জানা যায় মাছ, কাঁকড়া ধরতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম রাম মন্ডল । তিনজন মৎস্যজীবী গিয়েছিলো মাছ ধরতে। ব্যস্ত ছিল মাছ ধরায়। অতর্কিতে বাঘ যে হামলা চালায় ত…
দক্ষিণ২৪ পরগনা সুন্দর বনে কাঁকসা জঙ্গলে
বাঘের হামলা মৃত্যু একজনএর। জানা যায় মাছ, কাঁকড়া ধরতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম রাম মন্ডল । তিনজন মৎস্যজীবী গিয়েছিলো মাছ ধরতে। ব্যস্ত ছিল মাছ ধরায়। অতর্কিতে বাঘ যে হামলা চালায় তা বুঝতে পারেনি। রাম পদকে বাঘ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর দুই সঙ্গী তাকে ছাড়ানোর চেষ্টা করে নৌকায় তুলে নেয়। কিন্তু ফেরার পথে নৌক তেই তার
মৃত্যু হয়।
বারবার বাঘের হামলায় আতঙ্কিত মৎস্যজীবীরা। উল্লেখ্য এর আগেও মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হয়েছে অনেকর।