পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলা সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হলো তমলুকে।।
পূর্ব মেদিনীপুর জেলার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধি…
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলা সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হলো তমলুকে।।
পূর্ব মেদিনীপুর জেলার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এই উৎসব শুরুর আগে ঢাক বাদ্য, আদিবাসী নৃত্য, বেনি পুতুল, বহুরূপী, বাউল সহ জেলার নানা প্রান্তের বিভিন্ন শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় ডিমারি গ্রামে। জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, কারী সভাধিপতি শেখ সুফিয়ান, বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান, পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক শেখ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা। তমলুকের ডিমারি স্কুল মাঠে এই উৎসব দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমায়। এই উৎসবের উদ্দেশ্যই হলো এলাকার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কে আরো উজ্জীবিত করা। 10 ই জানুয়ারি থেকে 12 ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন যাত্রাপালা অনুষ্ঠিত হবে উৎসব মঞ্চে।