Page Nav

HIDE

Post/Page

May 22, 2025

Weather Location

Breaking News:
latest

অন্ধমানুষদের দৃষ্টি ফেরানোর অনন্য প্রয়াস তমলুকের প্রশান্ত বাবুর

গত 05.01.2020 রবিবার একই দিনে দু জন সদ্য মৃত মানুষের কর্নিয়া সংগ্রহ করে অন্ধ মানুষের দৃষ্টি ফেরানোর এক অনন্য নজির তৈরি করলেন প্রশান্ত সামন্ত। প্রশান্ত বাবু বাহারপোতা, পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুরের  বাসিন্দা। তাঁর কথায়,
প্র…


গত 05.01.2020 রবিবার একই দিনে দু জন সদ্য মৃত মানুষের কর্নিয়া সংগ্রহ করে অন্ধ মানুষের দৃষ্টি ফেরানোর এক অনন্য নজির তৈরি করলেন প্রশান্ত সামন্ত। প্রশান্ত বাবু বাহারপোতা, পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুরের  বাসিন্দা। তাঁর কথায়,
প্রথম জন তুষ্ট পদ মণ্ডল (86) হুগলির  (Naskarpur .Champadanga. Tarakeswar)।অপরজন অন্নদা চরন পট্টনায়ক ( গড়কিল্লা, হরশংকর  , তমলুক)  পূর্ব মেদিনীপুরের ।গত তিন দিন আগে আমার সাথে যোগাযোগ হয় তুষ্ট বাবুর মেয়ের বাড়ির নাতি তথা হুগলির ই বাসিন্দা সৌরভ আদকের সাথে পশ্চিম মেদিনীপুরের মাইক্রোআর্ট শিল্পি প্রসেনজিৎ কর দাদার মাধ্যমে ।সৌরভ দাদা জানান তাঁর দাদু গত কয়েকদিন স্টোক এ আক্রান্ত হয়ে খুবই সংকট জনক অবস্থায় মৃত্যু সজ্জায় রয়েছে এবং পরিবারের সদস্যগন দাদুর মরণোত্তর চক্ষুদান করতে চান ।সেইমত গতকাল বিকেলে তুষ্ট পদ বাবুর মৃত্যুর খবর পেয়েই প্রভা আই ব্যাঙ্ক(ব্যারাকপুর,  উত্তর  চব্বিশ পরগনা) র টিম পাঠিয়ে কর্নিয়া দুটি সংগ্রহ করা হয় ।

এদিকে উক্ত পক্রিয়া চলাকালীন অন্নদা চরন পট্টনায়কের মৃত্যু সংবাদ পাই ।কালবিলম্ব না করে আমার সহযোগী সাথী অশোক পাইক,  সৌমেন গায়েন,  অশ্বিনী ভৌমিক,  নারায়ণ সামন্ত দাদাদের নিয়ে পট্টনায়ক পরিবারে পৌছই এবং পরিবারের সদস্যদের মরণোত্তর চক্ষুদান এর গুরুত্ব বুঝিয়ে বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন ,হলদিয়া,পূর্ব মেদিনীপুরের আই ব্যাঙ্ক এর দিয়ে  কর্নিয়া দুটি সংগ্রহ  করা হয় ।আমি মৃত তুষ্ট বাবু ও মৃত অন্নদা বাবুর আত্মার চির শান্তি কামনা করি এবং পরিবার দুটির সদস্যদের সমবেদনা জানাই ও মরণোত্তর চক্ষুদান এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই ।কৃতজ্ঞতা জানাই প্রসেনজিৎ কর, সৌরভ আদক, দুটি আই ব্যাঙ্ক এর টিমের সদস্যদের ও আমার সহযোগী দাদাদের । আমার সকল মানুষের কাছে অনুরোধ আপনারও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অন্ধ মানুষদের পুনরায় পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিন ।